দেরা ইসমাইল খান, ২১ জুলাই (এপি/ ইউএনবি)- পাকিস্তানের একটি হাসপাতালে রবিবার আত্মঘাতী বোমা হামলার ঘটনা ঘটেছে।
দেরা ইসমাইল খানের সিনিয়র পুলিশ কর্মকর্তা সেলিম রিয়াজ খান জানান, একটি আবাসিক এলাকায় মোটরসাইকেলবাহী বন্দুকধারী পুলিশের ওপর গুলি চালায়। এতে দুজন নিহত হন। পরে আত্মঘাতী নারী হাসপাতালের প্রবেশমুখে বোমা হামলা চালায়। এতে আরও চার পুলিশ এবং তিনজন বেসামরিক নাগরিক নিহত হন।
তিনি বলেন, হামলায় ৩০ জন আহত হয়েছেন। তাদের মধ্যে আটজন পুলিশ রয়েছে। আহতদের মধ্যে অনেকের অবস্থা আশঙ্কাজনক।
হামলার দায় স্বীকার করেছে পাকিস্তান তালেবান। তবে হামলাকারী নারী কিনা তা নিশ্চিত করেনি তারা।